নিউজ ডেস্ক,৭ইজানুয়ারি : নিখোঁজ জামাইয়ের সন্ধানে গুণিনের নিদানে তিনমাথার মোড়ে ফেলা হচ্ছিল লাল কাপড়, জবা ফুল, পান-সুপারি। এরপরই পাড়ায় ঘটছিল নানা দূর্ঘটনা।ফলে ঘটনার খোঁজ পেতে ফাঁদ পেতে দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেললো স্থানীয়রা।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায়।জানা গিয়েছে, দুই মহিলার নাম ঝুমা দাস এবং অঞ্জলি দাস। ঝুমা দাসের জামাই ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রায় দুবছর ধরে নিখোঁজ। জামাইকে ফিরে পেতে গুণিনের দ্বারস্থ হলে সে বিভিন্ন ক্রিয়াকর্মের নির্দেশ দেয়।তিন মাথার মোড়ে এরকম ভাবে যত্রতত্র মন্ত্রপুত সামগ্রী ফেলতেই পাড়াতে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। এরপরই তারা ফাঁদ পেতে হাতেনাতে ধরে ফেলে দুই মহিলাকে।শুরু হয় মারধোর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই দুই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকার মানুষের অভিযোগে ওই দুই মহিলাকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ওই গুণিনের খোঁজ করছে পুলিশ।
Next Post
হাসপাতাল থেকে পলাতক বিচারাধীন বন্দী
Sun Jan 8 , 2023
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক ,৮ জানুয়ারী : হাসপাতালের পুলিশ সেলের শৌচালয় থেকে পলাতক বিচারাধীন বন্দী। এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পলাতক বিচারাধীন বন্দীর নাম বিশ্বজিৎ দাস। বাড়ি রায়গঞ্জেই। […]

আপনার পছন্দের সংবাদ
-
3 years ago
ঘর থেকে উদ্ধার বৃদ্ধ স্বামী স্ত্রীর মৃতদেহ
-
3 years ago
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ বিঘা জমির গম