রায়গঞ্জ , ২৬ অক্টোবর : সদ্য গেরুয়া শিবির ছেড়ে আসা রায়গঞ্জ বিধানসভায় বিজেপির টিকিটে জেতা বিধায়ক কৃষ্ণ কল্যানীর দুই অনুগামী হিসেবে পরিচিতকে অনৈতিকভাবে দল থেকে বহিষ্কারের অভিযোগ উঠল বিজেপির উওর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের এক মণ্ডল সভাপতির বিরুদ্ধে।
এই ঘটনা নিয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে। এই ঘটনার পেছনে রায়গঞ্জের দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর হাত রয়েছে বলে দাবি করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ বিজেপির ৩১ নম্বর মন্ডল সভাপতি শ্যামল পাল। তবে বিষয়টি তাদের আভ্যন্তরীণ ব্যাপার এবং তা দলের ভেতরেই মিটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ।জানা গিয়েছে, রায়গঞ্জ এর ৩১ নম্বর মন্ডল সভাপতি আচমকাই দলের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দেব এবং মন্ডল সহ সভাপতি সঞ্জয় শীলকে বহিষ্কার করে । যদিও বিজেপির কোনও কার্যকর্তাকে বহিষ্কার করার এক্তিয়ার কোনও মন্ডল সভাপতির নেই। এমনকি দলের জেলা সভাপতিরও থাকে না। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী রাজ্য কমিটিই একমাত্র এই সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার । এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা বিজেপির কার্যকর্তাদের মধ্যে। সদ্য দল ছাড়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করে ওই দুই নেতাকে বহিষ্কার করেছে।যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ বিজেপির ৩১ নম্বর মন্ডল সভাপতি শ্যামল পাল। তবে বিজেপির জেলা সভাপতি জানিয়েছেন, বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।অন্যদিকে, এই প্রসঙ্গে জেলা তৃনমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেন, সারা বাংলা থেকেই বিজেপি দলটা উঠে যাবে।