নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ০৫ অক্টোবর : বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ক্ষতিপূরণ প্রদানের দাবীতে সোমবার আচমকাই অনুমতি ছাড়াই আন্দোলনে নেমে পড়ে সিপিআইএম নেতৃত্ব। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা কৃষি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান দলের নেতা কর্মীরা। সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সিপিআইএম নেতৃত্বের দাবি জেলার বিভিন্ন ব্লকের অধিকাংশ কৃষক বন্যার কবলে পড়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জমির ফসল বন্যার জলে ডুবে গিয়েছে। জমিতে জল জমে যাওয়ার কারণে চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে উৎসবের মুখে মুষড়ে পড়েছেন তারা। অবিলম্বে তাদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করার দাবিতে কৃষি দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন সিপিএম নেতৃত্ব। সিপিআইএম এর জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ, করণদিঘি, চোপড়া, ইসলামপুর সহ বিভিন্ন জায়গা নদীর জলে প্লাবিত হয়েছে। এই ঘটনায় কৃষকরা জমির ফসল ঘরে তুলতে পারেননি। প্রায় ৫০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে চাষিরা। অবিলম্বে কৃষি দপ্তর ও ব্লক প্রশাসন তাদের প্রতিনিধি সংশ্লিষ্ট বন্যা কবলিত এলাকায় পাঠিয়ে ক্ষতিপূরণের ব্যাপারে সমীক্ষা করে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করুক কৃষকদের জন্য৷ সিপিএমের পক্ষ থেকে এদিন একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে কৃষি দপ্তরের সামনে জমায়েত হয়। সেখানে জমা জলের উপরে ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ দেখান দলের নেতাকর্মীরা।