ইটাহার, ১৪ জুলাই : বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করার পাশাপাশি পঞ্চায়েত দপ্তরে তালা মেরে বিক্ষোভ আন্দোলনে সামিল হল এলাকাবাসীরা৷ স্থানীয় সুত্রে জানা যায়, স্বল্প বৃষ্টিতেই নর্দমা ভরে রাস্তায় জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে ইটাহার ব্লকের পোরষা এলাকা।
নোংরা দুর্গন্ধে টেকা দায় হয় সাধারণ মানুষের। বারংবার পঞ্চায়েত সদস্যকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাই এদিন চাঁচল ইটাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এরপর দীর্ঘ সময় পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ব্লক বিডিও আবুল আলা মাবুদ আনসার। আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করে নেন তারা। দাবী পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।