নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৩ নভেম্বর : সমাজবিরোধীদের কুকর্মের ঠেকে পরিণত হয়েছে ডালখোলা পশু চিকিৎসা কেন্দ্রটি। অভিযোগ সন্ধ্যা হতেই একদল সমাজবিরোধী পশু চিকিৎসা কেন্দ্রের সীমানা প্রাচীর টপকে নেশার আসর ও জুয়ার আড্ডা বসায় সেখানে। মূলত ডালখোলা শহরের প্রাণকেন্দ্রে এই পশু চিকিৎসা কেন্দ্রটি।
শহরের প্রাণকেন্দ্র ডালখোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন ডালখোলা গার্লস হাই স্কুল মডেল স্কুলের পাশে এই পশু চিকিৎসা কেন্দ্রটি অবস্থিত। কিন্তু তা সত্ত্বেও কিভাবে এই পশু চিকিৎসা কেন্দ্রে সমাজবিরোধীদের প্রতিনিয়ত নেশা ও জুয়ার আসর বসছে তা নিয়ে উঠছে প্রশ্ন। চিকিৎসা কেন্দ্রের কর্মী কুনাল কান্তি ঘোষ জানান, এখানে চিকিৎসকসহ চিকিৎসাকর্মীদের জন্য কোয়াটার থাকা সত্ত্বেও নিরাপত্তার অভাবে সেখানে কেউ থাকতে চায় না। কিছুদিন আগে এখানকার কোয়াটার থেকে দুটি ফ্যান চুরি হয়েছিল যদিও পরবর্তীতে চুরি যাওয়া ফ্যান দুটি উদ্ধার করে ডালখোলা থানার পুলিশ। পুলিশ প্রশাসনের তরফে তরফ থেকে যদি এখানে টহলদারি চালানো হয় তবেই সমাজবিরোধীদের অবাধ বিচরণ বন্ধ হবে। অপরদিকে এ ব্যাপারে চিকিৎসাকেন্দ্র অস্থায়ী কর্মী বিশ্বজিৎ দাস বলেন, সকালে যখন আমরা চিকিৎসাকেন্দ্র খুলি তখন চিকিৎসা কেন্দ্রের কম্পাউন্ডে যেখানে সেখানে নেশা জাতীয় দ্রব্যের প্যাকেট করে থাকতে দেখি। রাত হলেই কিছু সমাজবিরোধীরা এখানে এসে তাণ্ডব চালায়। এমনকি চলতি বছরে পশু চিকিৎসা কেন্দ্রে দুবার চুরির ঘটনা ঘটেছে আমরা সব সময় আতঙ্কে থাকি। অপরদিকে ডালখোলা ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পদ কুমার আগারওয়াল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শহরের আইন-শৃঙ্খলার জন্য পুলিশ প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। পাশাপাশি পশু চিকিৎসা কেন্দ্রটির সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনকে আরো নজরদারি চালানো উচিত। যদিও এ ব্যাপারে ডালখোলা থানার এক পুলিশকর্মী জানিয়েছেন , ওই পশু চিকিৎসা কেন্দ্রে কিছুদিন আগে একটি চুরির ঘটনা ঘটেছিল। সেখান থেকে চুরি যাওয়া দুটি ফ্যান উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ওখানে সমাজবিরোধীদের গতিবিধি কমাতে পুলিশের নজরদারি আরো বাড়ানো হবে।