নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : করোনা সংক্রমণ রোধে গত মার্চ মাস থেকে টানা কয়েক মাস লকডাউন ছিল গোটা দেশে। এই লকডাউনের জেরে ভীষণভাবে অর্থনীতি ধাক্কা খাওয়ার পাশাপাশি খেটে খাওয়া নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ চরম সমস্যায় পড়েন। ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের করুণ চিত্র ফুটে ওঠে গোটা দেশে।
এই লকডাউন প্রক্রিয়া চলাকালীন গোটা পরিস্থিতি নিয়ে এবারে সিনেমা তৈরি করতে চলেছেন প্রখ্যাত পরিচালক মধুর ভান্ডারকর। বাস্তবের এই লকডাউনের চিত্র রুপোলী পর্দায় তুলে ধরতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন পরিচালক নিজেই। জানা গেছে মুম্বাইয়ের বিভিন্ন এলাকাতে শুটিং হবে এই ছবির। তুলে ধরা হবে লকডাউন প্রক্রিয়া চলাকালীন সবচেয়ে সমস্যায় পড়া সমাজের বিভিন্নস্তরের মানুষের দৈনন্দিন জীবনের রোজনামচা। নতুন ধরনের এই ছবিতে কারা অভিনয় করছেন সে সম্পর্কে এখনো কিছু জানাতে চাননি মধুর ভান্ডারকর। তিনি জানিয়েছেন, লকডাউন পিরিয়ডের চিত্র নিয়ে তৈরি হওয়া এই ছবির নাম রয়েছে ‘ইন্ডিয়া লকডাউন’৷ তিনি আরো বলেন,জানুয়ারির মাঝামাঝি থেকেই সিনেমার শ্যুটিং পর্ব শুরু হয়ে যাবে। মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শ্যুটিং হবে। লকডাউনের জেরে যে সমস্ত ক্ষেত্রে প্রভাব পড়েছে সেগুলোই ছবিতে গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে।’