নিউজ ডেস্ক, ৩০ নভেম্বর : আজ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে রাতের আকাশে। কিন্তু ভারতে দেখা যাবে না এই মহাজাগতিক ঘটনা। ১০ জানুয়ারি, ৫ জুন ও ৫ জুলাই, এর আগে তিনবার চলতি বছরে হয়েছে এরকম চন্দ্রগ্রহণ।
সোমবার চলতি বছরের শেষ গ্রহণ। রাতের আকাশে এই বিরল মহাজাগতিক ঘটনা হল উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। তবে আমাদের দেশে দেখা যাবে না এই চন্দ্র গ্রহণ। কারণ গ্রহণ শুরু হবে বেলা ১টা ৪ মিনিটে। শেষ হবে বিকেল ৫টা ২২ মিনিটে।এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে। বিশেজ্ঞরা জানিয়েছেন সূর্য, পৃথিবী ও চাঁদ একই পথে এলে লাগে এই ধরনের গ্রহণ। এই সময় পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায় চাঁদ। ফলে পথে পৃথিবী থেকে দেখা যায় না রূপোলি চাঁদকে। একে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। একাংশ ঢাকা না পড়লে বলে তাকে আংশিক গ্রহণ। হালকাভাবে ঢাকা পড়ে যখন কমে যায় উজ্বল্য তাকে বলে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। আর এই ধরনের গ্রহণ আজ দেখা যাবে। সেই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা থেকে বঞ্চিত হতে হবে দেশের মানুষকে।