নিউজ ডেস্ক : কেশ পরিচর্যায় অপরিহার্য শ্যাম্পু । বর্তমানে বিভিন্ন নামী দামী কোম্পানীর শ্যাম্পু রয়েছে বাজারে। তবে প্রথম শ্যাম্পু কিন্তু তৈরী হয়েছিলো ভারতে ।
হিন্দি শব্দ চ্যাম্প থেকে শ্যাম্পু কথাটি এসেছে।
ভারতে প্রথমে শ্যাম্পু তৈরি হয়েছিলো সাপিন্ডাস ফল থেকে। কসুন নামক গাছ থেকে পাওয়া সাপিন্ডাস ফল সিদ্ধ করে তার সাথে শুকনো আমলা গুঁড়ো মিশিয়ে তৈরী হয়েছিলো শ্যাম্পু। এই ফলের রস চুল নরম রাখতে সাহায্য করতো।
ভারতের পর ব্রিটেনে শ্যাম্পু এর ব্যবহার শুরু হয়।জানা যায় এক ভারতীয় শেখ দাম মোহাম্মদ ও তার স্ত্রী ডালি প্রথম শ্যাম্পুর ব্যবহার ব্রিটেন এ শুরু করেন।
তারপর ব্রিটেন এ আধুনিক শ্যাম্পুর ব্যবহার শুরু হয়। জলে সাবান গুলিয়ে তার মধ্যে বিভিন্ন রকমের ফল ও গাছ গাছালি র রস দিয়ে শ্যাম্পু তৈরি হতো।১৯১৪সালে “canthrox” কোম্পানির শ্যাম্পু খুব জনপ্রিয়তা পেয়েছিলো।
১৯২৭ সালে প্রথম তরল শ্যাম্পু তৈরি হয় বার্লিন এ । তৈরি করেন জার্মান বিজ্ঞানী সাউজকপ্ট প্রথম তরল শ্যাম্পু তৈরী করেন।
আরও পড়ুন ……..গলা কাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুরে