রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিনের দিনেই না ফেরার দেশে পাড়ি ভাবশিষ্যা শিল্পী পূর্বা দামের

নিউজ ডেস্ক , ১৯ সেপ্টেম্বর :  শনিবার প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের জন্মদিনের দিনই প্রয়াত হলেন তাঁর ভাবশিষ্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

“মধুর তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ”, “আমি ফিরবো না রে” এমন অনেক গানে তার স্বতন্ত্র গায়িকী মন কাড়ে সকলের। ৮০-র দশকের বিখ্যাত এই শিল্পীর প্রয়াণে পশ্চিমবঙ্গ সরকারের তরফে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, ” Dam got recognition as a prominent Rabindra Sangeet exponent in the 80s. Her death created a void in the world of music,”। ২০১৩ সালে রাজ্য সরকার তাকে সঙ্গীত সম্মানে ভূষিত করে।

এ দিন সকালে কলকাতার ঢাকুরিয়াতে নিজের বাড়িতেই প্রয়াত হন পূর্বাদেবী। দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া। নেমে এসেছে সঙ্গীত জগতে।
উল্লেখ্য, পূর্বা দাম সুচিত্রা মিত্রের কাছেই সঙ্গীতশিক্ষা গ্রহণ করেন। গুরুর গায়কিয়ানা যোগ্য ভাবশিষ্যা ছিলেন পূর্বা দাম।

Next Post

আই পি এলে জয় দিয়ে অভিযান শুরূ চেন্নাই সুপার কিংসের

Sun Sep 20 , 2020
ডিজিটাল ডেস্ক :    ড্রিম ইলেভেন ২০২০ আই পি এলে জয় দিয়ে শুরূ করল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ৪ বল বাকি থাকতেই রুদ্ধশ্বাস জয় পেল চেন্নাই সুপার কিংস শিবির। আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠায় চেন্নাই […]

আপনার পছন্দের সংবাদ