নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ : বন্ধুর জন্য নেশার টাকার জোগাড় করে না দিতে পারায় এক একাদশ শ্রেণির ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা পিপলান এলাকায়। পুলিশসুত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই ছাত্রের নাম জনার্দন বর্মন। এদিন জয়নগর এলাকার বাসিন্দা প্রতাপ রায় নামে এক যুবক তার কাছে নেশার জন্য টাকা চায়। টাকা না দিতে পারায় প্রতাপ তার পা লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
এরপরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি ঢুকে রয়েছে বলে জানা গিয়েছে। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতাপ রায় নামে ওই যুবক। উল্লেখ্য রায়গঞ্জ শহর ও গ্রামাঞ্চলে মাদক দ্রব্যের রমরমা কারবারের অভিযোগ দীর্ঘদিনের। আর মাদকের টাকা জোগাড় করতে না পারায় সংগঠিত হচ্ছে অপরাধ মূলক কাজ। বারংবার এই ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
আরও পড়ুন : করোনা আবহে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান