রবিবার কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লো রায়গঞ্জ পুর এলাকায়। উদ্বেগ জনমানসে

নিউজ ডেস্ক,রায়গঞ্জ, ২৭ সেপ্টেম্বর :  রবিবার অর্থাৎ ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪৮২। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন ” রবিবার পুর এলাকায় নতুন করে ১২ জনের সংক্রমণ ধরা পড়েছে।

একনজরে দেখে নিন ওয়ার্ড ভিত্তিক আক্রান্তের সংখ্যা :
০২ নম্বর ওয়ার্ডে -০৩ জন
০৪ নম্বর ওয়ার্ডে -০১ জন
০৫ নম্বর ওয়ার্ডে -০১ জন
১৩ নম্বর ওয়ার্ডে -০১ জন
১৪ নম্বর ওয়ার্ডে -০২ জন
১৫ নম্বর ওয়ার্ডে -০১ জন
২০ নম্বর ওয়ার্ডে -০১জন
২৪ নম্বর ওয়ার্ডে -০১ জন
২৬ নম্বর ওয়ার্ডে -০১ জন

উল্লেখ্য রাজ্য স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী ২৬-শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪০৮। বুলেটিন অনুযায়ী নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৯। শনিবার পর্যন্ত -৩৫ জনের মৃত্যু হয়েছে জেলায়।

যারা কোভিড যোদ্ধা হিসেবে কাজ করছেন তাঁদের সম্মান করুন। কোভিড আক্রান্তদের প্রতি মানবিক দৃষ্টিকোন গড়ে তুলুন।

Next Post

ব্যাঙ্ককর্মীকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ

Sun Sep 27 , 2020
নিউজ ডেস্ক, হরিশ্চন্দ্রপুর, ২৭ সেপ্টেম্বর :  এক ব্যাঙ্ক কর্মীকে  ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা গিয়েছে, শনিবার বিকেলে ব্লকের খুড়িয়াল এলাকার বাসিন্দা ব্যাঙ্ককর্মী দ্বিজেন দাস টাকা কালেকশনের কাজে মালিপাকর থেকে দাওয়ার দিকে ভালুকাগামী রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে […]

আপনার পছন্দের সংবাদ