fbpx

করোনা ভ্যাকসিন গ্রহণে অনীহার ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

চাঁচল, ৬ জুন : পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলিতে টিকার অভাবে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হলেও মালদায় সচল রয়েছে টিকাদান। এরইমধ্যে করোনা টিকা গ্রহণে অনীহা দেখা যাচ্ছে চাঁচল ১ নম্বর ব্লকে।আগে যেখানে প্রতিদিন গড়ে ৬০০ জন টিকা নিতেন, এখন সেখানে সংখ্যাটি নেমে এসেছে অনেকটাই৷

দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেই এই অনীহা বেশি ধরা পড়ছে বলে অভিমত স্বাস্থ্য দফতরের।১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যেও টিকা নেওয়ার উৎসাহ তেমন একটা নেই৷ পাশাপাশি যাঁদের টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার কথা, তাঁদের বেশিরভাগই টিকাকরণ কেন্দ্রে আর আসছেন না৷প্রতিদিন টিকা নিয়ে বসে থাকছেন স্বাস্থ্যকর্মীরা৷ কিন্তু টিকা নিতে মানুষজন তেমন একটা আসছেন না।ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত চাঁচল ১ নম্বর ব্লকে প্রায় ৩২ শতাংশ মানুষ টিকা নিয়েছেন৷যদি টিকা নেওয়ার অনীহার ঘটনায় চিন্তিত স্বাস্থ্য দফতর।ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন জানিয়েছেন, গত চার-পাঁচ মাসে ৪৫বছরের উর্দ্ধে অনেকেরই ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে৷ অনেকের দুটি ডোজও নেওয়া হয়ে গিয়েছে৷ তবে আগের থেকে এখন টিকা নিতে আসা মানুষের সংখ্যা কমে গিয়েছে৷ আগে দিনে গড়ে ৬০০ জন টিকা নিতেন৷ কখনও সেই সংখ্যাটি হাজার ছাড়িয়ে যেত৷ কিন্তু এখন প্রথম ডোজের জন্য দিনে ৭০-৮০ জন আসছেন।আগে গড়ে ৬০০জন টিকার জন্য এলেও এখন তা কমে দাড়িয়েছে ৫-৬জনে।একটি ভায়াল থেকে ১০-১১ জনকে টিকা দেওয়া হয়৷ তাই তাঁদের ঘুরে যেতে হচ্ছে৷
ফলে এবার থেকে সপ্তাহের দু’দিন সোমবার ও বুধবার দ্বিতীয় ডোজ প্রাপকদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেই এই টিকা দেওয়া হবে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক আক্তার হোসেন।

Next Post

বাতিল এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

Mon Jun 7 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিউজ ডেস্ক, ৭ জুন : কোভিড পরিস্থিতি বিবেচনা করে বাতিল হল এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। সোমবার নবান্নে এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।করোনা আবহে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক হবে কিনা তা জানতে ই-মেলে রাজ্যের সাধারণ মানুষের মতামত […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!