নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৩ ডিসেম্বর : গ্রামগঞ্জের খেলাধুলার মানোন্নয়নে ইটাহার সরুন ফুটবল ময়দান প্রাঙ্গণে কয়েকদিন ধরে চলা নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিবছরের মতো এবছরও ইটাহার থানার ১ নম্বর অঞ্চলের সরুন বাজার এলাকায় বুলেট ক্লাব এর পরিচালনায় এ পি জে আবদুল কালাম স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হল এদিন।
এদিনের খেলায় পরস্পরের মুখোমুখি হয় ইটাহার থানার দুর্গাপুর গাজিহার একাদশ বনাম ইটাহার ঘেরা একাদশ। এদিনের খেলার সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। বিধায়ক অমল আচার্য ছাড়াও এদিনের কর্মসূচিতে অমিত গাঙ্গুলি, তৌহিদুল করিম, শফিক আলি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রুদ্ধশ্বাস ম্যাচে তিন এক গোলে জয়ী হয় দুর্গাপুর গাজিহার একাদশ। উদ্যোক্তারা জানিয়েছেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। করোনাকালীন সময়ে বহুদিন পর এমন অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া ইটাহার থানার সরুন বাজার এলাকায় বুলেট ক্লাব এর পরিচালনায় প্রতিবছরের ন্যায় এবছরও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলোর সাথে ইটাহারবাসী ওতপ্রোতভাবে জড়িত। সে কারণেই স্বাস্থ্যবিধি মেনে এই খেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার সাথে সাথে তাদের খেলাধুলা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের প্রভাবিত করেছে পাশাপাশি এটি যুবসমাজকেও উদ্বুদ্ধ করবে। এছাড়াও পরিচালন কমিটির সদস্যরা জানিয়েছেন , খেলাধুলা মানব জীবনের একটি অঙ্গ। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে রোগমুক্ত জীবন সম্ভব। তাই প্রত্যেকটি যুবকদের পড়াশোনার সাথে সাথে দৈনিক ক্রীড়া চর্চার আহ্বান জানান। তারা আরও জানিয়েছেন ইটাহার ব্লক সহ পার্শ্ববর্তী অন্যান্য ব্লকের বিভিন্ন ফুটবল দল এই খেলায় অংশগ্রহণ করেছিলো। এদিনের খেলার সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। বিধায়ক অমল আচার্য ছাড়াও এদিনের কর্মসূচিতে অমিত গাঙ্গুলি, তৌহিদুল করিম, শফিক আলি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রুদ্ধশ্বাস ফাইনালে তিন এক গোলে জয়ী হয় দুর্গাপুর গাজিহার একাদশ। এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন ক্রীড়াপ্রেমী দর্শকেরা।