নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ২৪ ডিসেম্বর : ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল দুজনের। বুধবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের রাধিকাপুরে টাঙ্গন নদীর রেল্লসেতুতে। জিআরপি সুত্রে জানা গেছে মৃতদের নাম জগদীশচন্দ্র রায় (২৭) ও ভগলু রায় (৫৭)।
উভয়ের বাড়ি ঘটনাস্থলের পাশের গ্রাম রামগঞ্জে। এই জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রামগঞ্জ এলাকায়। দূর্ঘটনার পর রাত ৮ টা নাগাদ রাধিকাপুর থেকে ছুটে আসে জিআরপি। পরে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ ওয়াহব আলী, বলেন টাঙ্গন নদীর একদিকে রামগঞ্জ, অন্যদিকে রাধিকাপুর গ্রাম অবস্থিত। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই টাঙ্গন নদীর উপর নতুন সেতু হয়েছে। কিন্তু চটজলদি বাজারে আসা যাওয়া করতে বহু মানুষ এখনও রেলসেতুটিকে রাস্তা হিসেবে ব্যবহার করেন। তার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, রাধিকাপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় রেল লাইনে কাটিহারগামী একটি ইঞ্জিনের মুখোমুখি পড়ে যান ওই চারজন। প্রাণে বাঁচতে দুজন নদীতে ঝাঁপ দেন। বাকি দুজন ইঞ্জিনে কাটা পড়ে।