নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার , ০৮ নভেম্বর : স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূর ওপর অত্যাচারের অভিযোগ উঠল স্বামী ও ননদের বিরুদ্ধে।রবিবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গোসাইপুর এলাকায়। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্ত্রী শিল্পী সরকারের ওপর বিভিন্ন বিষয়ে অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা।
এরমধ্যে স্বামীর সঙ্গে অপর এক মহিলার অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পারে তার স্ত্রী। স্বামীর এই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় শিল্পীর ওপর প্রায়শই অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা।শনিবার রাতেও এনিয়ে বচসা বাধলে তাকে মারধোর করে স্বামী শ্যাম সরকার ও ননদ অর্চনা সরকার। এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার আঙ্গুলেও কেটে দেওয়া হয় বলে অভিযোগ ওই গৃহবধূর। ঘটনাটি জানতে পেরে তড়িঘড়ি সেখানে এসে উপস্থিত হয় গৃহবধূর পরিবারের সদস্যরা।এরপর তারাই ওই গৃহবধূকে উদ্ধার করে শনিবার রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিজনেরা।এই ঘটনায় রবিবার মেডিক্যাল কলেজ থেকে ছুটি পেয়ে স্বামী ও ননদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত গৃহবধূ ও তাঁর পরিবারবর্গ।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।