
নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর , ১ মে : শুকিয়ে যাওয়া ডোবা থেকে উদ্ধার হল মাথার খুলি। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া এলাকায়।জানা গিয়েছে, এদিন এলাকার কিছু যুবক খেলার সময় খুলিটি দেখতে পায়।
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খুলিটি দেখতে প্রচুর মানুষ ভীড় জমায় এলাকায় এতহাদ নামে এক কিশোর জানিয়েছে, এদিন সেখানে খেলতে আসে তারা। ডোবাটিতে আগে জল থাকলেও, এখন সেটি শুকিয়ে গিয়েছে। এদিন খেলার সময় খুলিটিকে পড়ে থাকতে দেখে তারা। অন্যদিকে রাজু মন্ডল নামে এক এলাকাবাসী জানিয়েছেন, খুলিটি কিভাবে সেখানে এলো তাদের জানা নেই। কতদিনের পুরোনো তাও বোঝা যাচ্ছে না। সেটিকে মাটিতে পুতে দেওয়ার কথা জানান তিনি। যদিও খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে খুলিটি উদ্ধার করে নিয়ে যায়।কিভাবে খুলিটি সেখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ।
