নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার , ১৭ ডিসেম্বর : ফার্মাসিস্টের জাল সার্টিফিকেট সমেত এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।বুধবার শহরের সিঙ্গাতলা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম জয়দেব দাস। সে হাওড়া জেলার বড়গাছিয়া দাসপাড়া এলাকার বাসিন্দা।
ওই যুবক বুধবার মালদায় এসেছিল সিঙ্গাতলার একটি ওষুধের দোকানে ফার্মাসিস্টের কাজে নিযুক্ত হতে। কিন্তু তার সার্টিফিকেট দেখে সন্দেহ হওয়ায় ওই দোকানের কর্ণধার জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে অভিযোগ জানায়। সেখানে তার সার্টিফিকেটটি ভুয়ো বলে প্রমাণিত হয়।এরপরে জেলার ড্রাগ কন্ট্রোল অফিস থেকে ইংরেজবাজার থানায় বুধবার অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে জাল সার্টিফিকেট সমেত গ্রেফতার করে পুলিশ। ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন, বুধবার মালদা জেলা ড্রাগ কন্ট্রোল অফিস থেকে ইংরেজবাজার থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সিঙ্গাতলা এলাকা থেকে অভিযুক্ত যুবক জয়দেব দাসকে জাল সার্টিফিকেট সমেত পাকড়াও করে।কোথা থেকে সে এই সার্টিফিকেটটি পেলো তা খতিয়ে দেখছে পুলিশ।এই চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার ধৃতের তিনদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।