নিউজ ডেস্ক , ৩০ ডিসেম্বর : মারণ করোনা ভাইরাস নিয়ে জর্জরিত গোটা বিশ্ব ৷ প্রায় এক বছর ধরে এই অতিমারি নিয়ে সংকটে ভুগছে বিশ্বের মানুষ ৷ এই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ মানুষের। লকডাউনের জেরে ব্যাপক ধাক্কা খেয়েছে অর্থনীতি ৷
মন্দার ছায়া কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল সমস্ত দেশই৷ এরই মাঝে আতঙ্কের খবর ছড়িয়েছে ব্রিটেন থেকে৷ ব্রিটেনে আর্বিভাব হওয়া নতুন নভেল করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে৷ এই ঘটনায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রাথমিকভাবে গত ২১ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩১ তারিখ পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত রাখার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু ক্রমাগত নতুন করোনা সংক্রমণ বাড়তে থাকায় ব্রিটেন থেকে ভারতে বিমান আসা যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ৩১শে ডিসেম্বর থেকে বাড়িয়ে ৭ জানুয়ারি করল কেন্দ্র। ফলে ব্রিটেন থেকে কোনো উড়ান ভারতে অবতরণ করতে পারবে না। অর্থাৎ ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান বাতিল করা হল।