নিউজ ডেস্ক , ৩১ ডিসেম্বর : দু’হাত নেই, নেই দুটি পা। এরপরও দমে যায় নি ৯ বছরের মধু কুমার। ঠোঁট দিয়ে তুলি চেপে ধরে একের পর এক অসাধারণ ছবি এঁকে নিজের প্রতিভাকে বিকশিত করে চলেছে মধু। এযেন এক বেঁচে থাকার লড়াই৷ বেঁচে থাকার প্রেরণা।
ভয়াবহ এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর দু’হাত। দু’পা। আর পাঁচটা ছেলের মতন চলাফেরা করতে পারে না মধু। আদতে বছর ন’য়ের এই শিশুর জীবনে যে এমন অন্ধকার নেমে আসবে তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরাও। মধু কুমারের বাড়ি তেলেঙ্গানা রাজ্যের মেদক জেলায় কামকোল এলাকায়। গত বছর সেপ্টেম্বর মাসে বাড়ির সামনেই খেলা করছিল মধু। সেই সময় লোহার রড বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। হাত ও পায়ে একাধিক রড ঢুকে যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁর দু হাত ও পা কেটে বাদ। এরপর পুরোপুরি সুস্থ হতে তাঁর প্রায় ৬ মাস সময় লাগে। সুস্থ হওয়ার পরেও হতাশা নানাভাবে চেপে ধরেছিল ছোট্ট শিশুটিকে। কিভাবে ও কি নিয়ে বেঁচে থাকবে সে তা নিয়ে পরিবারের সদস্যরা ক্রমশঃ দুশ্চিন্তায় পড়ে যান। অবশেষে চিকিৎসকের শরনাপন্ন হলে দাঁড়া পরিবারের সদস্যদের পরামর্শদাতা কে ছবি আঁকার বিষয় উৎসাহ জোগানোর জন্য সেইমতো রং তুলি নিয়ে আঁকানো শুরু করে মধু। ঠোঁটের মাঝে তুলি চেপে ধরে গত এক বছর ধরে ছবি এঁকে চলেছে সে। বর্তমানে বলিউড তারকাদের ছবি এঁকে খবরেএ শিরোনামে চলে এসেছে মধু। মধুর বাবা তুলজারাম বলেন,’ছেলের দুর্ঘটনার পর থেকে চিকিৎসকের পরামর্শে মধু অঙ্কন শুরু করে। স্ত্রী প্রমীলা এবং আর তিন ছেলে মেয়ে মিলে তাঁকে দেখাশোনা করে। এভাবে ঠোঁট দিয়ে ছবি এঁকে মধু যে সফল হবে তা কল্পনা করতে পারি নি।