নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ০৬ ডিসেম্বর : রেল অবরোধে আটকে পড়লেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং৷ রবিবার শিলিগুড়িতে তাঁর জনসভা করার কথা ছিল। সেই মতো ট্রেনে করে তিনি শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে উত্তর দিনাজপুরের ডালখোলায় রেল অবরোধের জেরে আটকে পড়ে ট্রেন। পরে পুলিশ তাঁকে বেঙ্গল টু বেঙ্গল সড়ক দিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রাওনা করিয়ে দেয়।
উল্লেখ্য সারনা ধর্ম কোড লাগুর দাবীতে উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনে রেল ও জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসী সেঙ্গল অভিযান ও ঝাড়খণ্ড দিশম পার্টি। ধামসা, মাদল নিয়ে রাস্তার ওপর বসে পড়েন সংগঠনের সদস্যরা। রবিবার সকাল ৭ টা থেকে এই অবরোধ শুরু করে তারা। অবরোধের জেরে জাতীয় সড়কে যেমন তীব্র যানজট তৈরি হয়, দূরপাল্লার বিভিন্ন পণ্যবাহী এবং বাস দাঁড়িয়ে পড়ে, তেমনি রেলপথে আটকে পড়ে বিভিন্ন রুটের ট্রেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে ডালখোলা স্টেশনে। বর্তমানে অবরোধ চলছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও তাঁদের দাবিতে অনড় আন্দোলনকারীরা।