মদ খেতে বাধা দেওয়ায় স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, ইটাহার : মদ খেতে বারন করায় মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর করে গলায় ফাঁস দিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামী সহ তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার থানার বালিজোল এলাকার বসাকপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতা ওই গৃহবধুর নাম পুষ্প দেবশর্মা ( ২০ ), ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ তার পরিবারের লোকেরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিবারসূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার বালিজোল এলাকার বসাকপাড়া গ্রামের বাসিন্দা ডোল গোবিন্দ দেবশর্মার ছেলে গুলিয়া দেবশর্মা সাথে বারসই থানার দোগজ গ্রামের বাসিন্দা কমল দাসের মেয়ের প্রায় সাড়ে তিন বছর আগে বিয়ে হয়। গৃহবধূর পরিবারের অভিযোগ দীর্ঘ কয়েকদিন ধরে স্বামী গুলিয়া দেবশর্মা তার স্ত্রী পুস্পো দেবশর্মাকে মদপ্য অবস্থায় এসে মারধোর করতো।

প্রতিদিনের মতো সোমবার রাতেও মদ খেতে বাধা দেওয়ায় গুলিয়া দেবশর্মা পুস্পোকে মারধোর করে ফাঁসিতে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পর থেকে পলাতক স্বামী গুলিয়া দেবশর্মা সহ তার পরিবারের লোকেরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত গৃহবধূর মাসি সনোকা সিংহ জানিয়েছেন, ভাগ্নী তার স্বামীকে মদ খাওয়ায় বাধা দিয়েছিলো। সেকারনেই তাকে খুন করা হয়েছে। অভিযুক্তদের কথা শাস্তির দাবী জানাচ্ছি।

Next Post

রায়গঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন

Tue Sep 1 , 2020
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ :  জাতীয় সড়কে ডাকাতির ঘটনার কিনারায় সাফল্য পেলো রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে রায়গঞ্জের ঘুঘুডাঙ্গা মোড়ের কাছে ৩৪ নং জাতীয় সড়কে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে রায়গঞ্জ থানার পুলিশ ইটাহার ব্লকের কমলাই গ্রামের যুবক কিরন কুমার দেবভূতি কে গ্রেপ্তার করে। কিরন কে […]

আপনার পছন্দের সংবাদ