নিউজ ডেস্ক , ৯ সেপ্টেম্বর : ৯৬.২ শতাংশ স্বাক্ষরতার হার নিয়ে ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত রাজ্যের তালিকায় নিজেদের শীর্ষস্থানটি ধরে রাখল কেরল। ৬৬.৪ শতাংশ স্বাক্ষরতার হার নিয়ে তালিকায় সবার নীচে রয়েছে অন্ধ্রপ্রদেশ । ২০১৭ সালের জুলাই থেকে জুনের ২০১৮ পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছিল দেশজুড়ে। এই সমীক্ষা চালানো হয়েছে দেশের সব রাজ্যের সাত বছর ও তার বেশি বয়সের পড়ুয়াদের ওপর। রিপোর্ট অনুযায়ী, কেরলের পর রাজধানী দিল্লির স্বাক্ষরতার হার (৮৮.৭ শতাংশ) সবচেয়ে ভালো।
এরপরই রয়েছে উত্তরাখন্ড (৮৭.৬ শতাংশ), হিমাচল প্রদেশ (৮৬.৬ শতাংশ) এবং অসম (৮৫.৯ শতাংশ।) স্বাক্ষরতার হারের তালিকার নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান (৬৯.৭ শতাংশ)। রাজস্থানের ওপরে রয়েছে বিহার (৭০.৯ শতাংশ) তার ওপরে তেলেঙ্গানা (৭২.৮ শতাংশ)– উত্তর প্রদেশ (৭৩ শতাংশ)– মধ্যপ্রদেশ (৭৩.৭ শতাংশ)। তবে পশ্চিমবঙ্গ রয়েছে মাঝামাঝির কিছু নিচে। বাংলায় স্বাক্ষরতার হার (৭৬.২৬ শতাংশ)। হিসাব করে দেখা যাচ্ছে দেশের সব রাজ্যে গড়ে স্বাক্ষরতার হার (৭৭.৭ শতাংশ।) শহরে স্বাক্ষরতার হার (৮৭.৭ শতাংশ) অন্যদিকে, গ্রামাঞ্চলে স্বাক্ষরতার হার শহরের তুলনায় একটু কম (৭৩.৫ শতাংশ।) জাতীয় স্তরে মহিলার (৭০.৩) থেকে পুরুষদেরই (৮৪.৭) স্বাক্ষরতার হার তুলনামূলক বেশি।
কেরলে পুরুষদের স্বাক্ষরতার হার ৯৭.৪ শতাংশ, যেখানে মহিলাদের স্বাক্ষরতার হার ৯৫.২ শতাংশ। দিল্লিতেও পুরুষরা শিক্ষার দিক থেকে এগিয়ে মহিলাদের থেকে। শিক্ষার দিক থেকে যে রাজ্যগুলোর অবস্থা খারাপ সেখানেও মহিলাদের থেকে এগিয়ে পুরুষরা। অন্ধ্রপ্রদেশে পুরুষদের স্বাক্ষরতার হার ৭৩.৪ শতাংশ যেখানে মহিলা স্বাক্ষরতার হার ৫৯.৫ শতাংশ। রাজস্থান ও বিহারের মতো রাজ্যেও মহিলাদের থেকে স্বাক্ষরতার ভিত্তিতে এগিয়ে রয়েছে পুরুষরা।
এই সমীক্ষাটি চালানো হয়েছে দুটি পর্যায়ে। প্রথম ভাগে দেশের বিভিন্ন রাজ্যের গ্রামগুলির অন্তত ৬৪ হাজার ৫১৯টি ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করেছেন সরকারি আধিকারিকরা। আর শহরাঞ্চলের ৬,১৮৮টি ব্লকের ৪৯ হাজার ২৩৮টি বাড়ির শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে জাতীয় পরিসংখ্যান দফতর রিপোর্ট প্রকাশ করেছে।