fbpx

মালদা জেলার বিধানসভা নির্বাচনের ফলাফল

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩ মে: একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য বাংলার মসনদ নিজেদের দখলে আনলো তৃণমূল কংগ্রেস। বিপুল আসনে জয়ী হয়ে বাংলার ক্ষমতাতে ফের তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দোপাধ্যায় তা বলাই বাহুল্য। এই নির্বাচনের ফলাফলকে ঘিরে আক্ষরিক অর্থেই উত্তেজনা ছিল গোটা রাজ্যের মানুষের মধ্যে।

এমনকী গোটা দেশ তাকিয়ে ছিল এই হাইভোল্টেজ এই নির্বাচনের দিকে। এবারের নির্বাচনে বিরোধী হিসেবে বিজেপির উত্থান হলেও কার্যত ধুয়ে মুছে গিয়েছে বাম-কংগ্রেস। এমনকী কংগ্রেসের গড় মালদাতেও ফুটে উঠেছে করুণ ছবি।উল্লেখ্য ২০১৬র বিধানসভা নির্বাচনে মালদায় তৃণমূলের আসন ছিল শূন্য। এমনকী ২০১৯এর লোকসভাতেও কিন্তু এবার ২১ এর নির্বাচনে ১২ আসনের মধ্যে ৮টি তৃণমূলের ঝুলিতে এবং ৪টি বিজেপি পেয়েছে। সুজাপুরে প্রথমবার দাঁড়িয়ে রাজ্যে সম্ভবত সর্বাধিক ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী হলেন আব্দুল গণি। এবার দেখে নেওয়া যাক মালদা জেলা বিধানসভা ভিত্তিক ফলাফল:

১)হরিশ্চন্দ্রপুর
জয়ী- তৃণমূল প্রার্থী তাজমূল হোসেন- প্রাপ্ত ভোট ১২২৫২৭
নিকটতম প্রতিদ্বন্দ্বী – বিজেপি প্রার্থী মহম্মদ মতিবুর রহমান- প্রাপ্ত ভোট ৪৫০৫৪
জয়ের ব্যবধান- ৭৭৪৭৩

২)চাঁচল

জয়ী -তৃণমূল প্রার্থী নিহার রঞ্জন ঘোষ- প্রাপ্ত ভোট ১১৫৯৬৬
নিকটতম প্রতিদ্বন্দ্বী- বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম- প্রাপ্ত ভোট ৪৮৬২৮

জয়ের ব্যবধান- ৬৭৩৩৮

৩)মালতিপুর
জয়ী- তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি- প্রাপ্ত ভোট ১২৬১৫৭
নিকটতম প্রতিদ্বন্দ্বী- বিজেপি প্রার্থী মৌসুমী দাস – প্রাপ্ত ভোট ৩৪২০৮

জয়ের ব্যবধান- ৯১৯৪৯

৪)রতুয়া
জয়ী- তৃণমূল প্রার্থী সমর মুখার্জী- প্রাপ্ত ভোট-১৩০৬৭৪
নিকটতম প্রতিদ্বন্দ্বী- বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া – প্রাপ্ত ভোট- ৫৫০২৪

জয়ের ব্যবধান- ৭৫৬৫০

৫) গাজোল
জয়ী- বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ- প্রাপ্ত ভোট ১০০৬৫৬
নিকটতম প্রতিদ্বন্দ্বী- তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মণ- প্রাপ্ত ভোট ৯৮৮৫৭

জয়ের ব্যবধান-১৭৯৮

৬)হবিবপুর
জয়ী – বিজেপি প্রার্থী জয়েল মুর্মু- প্রাপ্ত ভোট ৯৪০৭৫
নিকটতম প্রতিদ্বন্দ্বী- তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে- প্রাপ্ত ভোট ৭৪৫৫৮

জয়ের ব্যবধান- ১৯৫১৭

৭)মালদা

জয়ী- বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা- প্রাপ্তভোট ৯৩৩৯৮
নিকটতম প্রতিদ্বন্দ্বী- তৃণমূল প্রার্থী উজ্জল কুমার চৌধুরী- প্রাপ্ত ভোট ৭৭৯৪২

জয়ের ব্যবধান- ১৫৪৫৬

৮) ইংরেজবাজার

জয়ী- বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী- প্রাপ্ত ভোট ১০৭৭৫৫
নিকটতম প্রতিদ্বন্দ্বী- তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী – প্রাপ্ত ভোট ৮৭৬৫৬

জয়ের ব্যবধান-২০০৯৯

৯) মানিকচক
জয়ী- তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র-প্রাপ্ত ভোট ১১০২৩৪
নিকটতম প্রতিদ্বন্দ্বী- বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল- প্রাপ্ত ভোট ৭৬৩৫৬

জয়ের ব্যবধান- ৩৩৮৭৮

১০) মোথাবাড়ি
জয়ী- তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমীন- প্রাপ্ত ভোট ৯৭৩৯৭ নিকটতম প্রতিদ্বন্দ্বী- বিজেপি প্রার্থী শ্যামচন্দ্র ঘোষ- প্রাপ্ত ভোট ৪০৪২৫

জয়ের ব্যবধান- ৫৬৫৭৩

১১) সুজাপুর

জয়ী- তৃণমূল প্রার্থী মহম্মদ আব্দুল গনি- প্রাপ্ত ভোট ১৫২৪৪৫
নিকটতম প্রতিদ্বন্দ্বী- কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী- প্রাপ্ত ভোট ২২২৮২

জয়ের ব্যবধান- ১৩০১৬৩

১২) বৈষ্ণবনগর

জয়ী- তৃণমূল প্রার্থী চন্দনা সরকার জয়ী- প্রাপ্ত ভোট ৮২৫৯৩
নিকটতম প্রতিদ্বন্দ্বী- বিজেপি প্রার্থী স্বাধীন সরকার- প্রাপ্ত ভোট ৮০০৯৪

জয়ের ব্যবধান-২৪৯৯

Next Post

প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, আলোড়ন এলাকায়

Mon May 3 , 2021
Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email নিজস্ব সংবাদদাতা,রায়গঞ্জ, ৩ মে : রায়গঞ্জ থানার মোহিনীগঞ্জ এলাকায় পুকুর খুঁড়তে গিয়ে উদ্ধার হল প্রাচীন বিষ্ণু মূর্তি। সোমবার বিকেলে মোহিনীগঞ্জ এলাকায় পুকুর খোঁড়ার কাজ চলছিল। সে সময় মাটির তলা থেকে উঠে আসে ওই মূর্তিটি। এরপর স্থানীয় লোকজন […]

আপনার পছন্দের সংবাদ

RCTV Sangbad

24/7 TV Channel

RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

error: Content is protected !!