নিউজ ডেস্ক , ১৬ইজানুয়ারী : উৎসবমুখর বাঙালীর অন্যতম সেরা উৎসব সারস্বত উৎসব। স্কুল কলেজ থেকে শুরু করে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে আরাধ্যা হন বাগদেবী। হাতে গোনা আর মাত্র কয়েকদিন। ২৬ জানুয়ারি বিদ্যার দেবী সরস্বতী পুজো। আর তাই এখন চুড়ান্ত ব্যাস্ততা রায়গঞ্জের কুমোরপাড়াগুলোতে। কাঞ্চনপল্লী, সুভাষগঞ্জ সহ বেশকিছু এলাকায় মৃৎ শিল্পালয়গুলোতে তৈরি করা হচ্ছে ছোট বড় নানান আকারের হাজার হাজার সরস্বতী প্রতিমা। কিন্তু প্রতিমা নির্মানে বাদ সেধেছে প্রকৃতি। প্রবল ঠান্ডার পাশাপাশি রোদের অভাবে প্রতিমা শুকোচ্ছেনা। প্রতিমা না শুকোলে তাতে রঙ ধরবেনা। শ্যাম পাল নামে এক প্রতিমা শিল্পী জানিয়েছেন, প্রবল শৈত্যপ্রবাহের কারনে আমরা সেভাবে কাজই করতে পারছিনা। রোদের তাপ কম থাকার কারনে প্রতিমা শুকাতে সমস্যা হচ্ছে। শীতের দাপটে এবার সরস্বতী প্রতিমা অনেকটাই কম তৈরি হচ্ছে।বিভূতি পাল নামে অপর এক মৃৎশিল্পী বলেন, এবার সরস্বতী পুজো অনেক এগিয়ে এসেছে। তাই ঠান্ডার দাপট কমেনি। কনকনে ঠান্ডায় সেভাবে প্রতিমা নির্মান করতে পারছিনা। পাশাপাশি রোদ না থাকায় চরম সমস্যায় পড়েছি আমরা।সমীরণ পাল নামে নতুন প্রজন্মের মৃৎশিল্পী জানিয়েছেন, প্রতিবার সরস্বতী পুজো ফেব্রুয়ারিতে হয়। কিন্তু পুজো প্রবল ঠান্ডার মধ্যে পড়ায় খুবই সমস্যায় পড়েছি। ঠান্ডার কারনে জল মাটি কাদায় হাত দেওয়াই যাচ্ছেনা। ফলে গতবারের তুলনায় এবারে সরস্বতী প্রতিমা অনেকটাই কম তৈরি করতে পেরেছি।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
পাচারের আগে উদ্ধার লক্ষাধিক টাকার সেগুন কাঠ
-
4 years ago
ভোটের মুখে রায়গঞ্জে বোমা উদ্ধারে চাঞ্চল্য
-
2 years ago
সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে আর্থিক প্রতারণাচক্র
-
4 years ago
ভারতে আসতে চলেছে আরো দুটি ফ্যালকন