আরসিটিভি সংবাদ –টিউশন সেরে বাড়ি ফেরার পথে ইভটিজিং শিকার এক উচ্চ মাধ্যমিক ছাত্রী। এই ইভটিজিং এর ঘটনায় সালিশি সভাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ধুপগুড়ি ব্লকের বারঘড়িয়ার মনতা পাড়া এলাকায়।অভিযুক্তদের গনধোলাইয়ের পাশাপাশি পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এদিকে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে ইভটিজিং করার অভিযোগে দুই জন কে গ্রেফতার করেছে ধুপগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন – মন্দির ওখানেই থাকবে ?এবার বিকল্প কি !
জানা গিয়েছে, গত ২৫ তারিখ ধুপগুড়ি ব্লকের ডাংধরি এলাকায় এক ছাত্রীকে টিউশন থেকে ফেরার সময় পাশের গ্রামের দুই বাইক আরোহী যুবক ইভটিজিং করে বলে অভিযোগ। এরপর ওই ছাত্রী খোঁজ করে যুবকদের পরিচয় জানতে পেরে বাড়িতে জানায়। সোমবার ইভটিজিং এর ঘটনায় দুইপক্ষ সালিশি সভায় বসে। সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। এরই মধ্যে দুই অভিযুক্ত যুবক সেখানে এলে পরিস্থিতি বেসামাল হয়ে পরে। পুলিশ খবর পেয়ে এসে অভিযুক্তদের উদ্ধার করতে গেলে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান ইভটিজিং এর ঘটনায় সালিশি সভা বসেছিল।সেখানে উত্তজনা থেকে মারপিট হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। দুইজন অভিযুক্তদের আটক করা হয়েছে।