নিউজ ডেস্ক, ২০ অক্টোবর : করোনা আবহের মধ্যেই হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সরকারী বিধি মেনে সমস্ত পুজো কমিটি গুলি বাজেট কমিয়ে পুজো করার সিদ্ধান্ত নিলেও এখন চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে জনসমাগম।
তাই রাজ্যের সবরকম পুজো প্যান্ডেলই নো এন্ট্রি বাফার জোন ঘোষণা করল হাইকোর্ট। পুজোর প্যান্ডেল এরিয়ায় থাকবে ব্যারিকেড। পাশাপাশি লাগানো থাকবে নো এন্ট্রি বোর্ড। ১৫ থেকে ২৫ জনের বেশি মানুষ একসাথে প্রবেশ না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুজোর ভিড় নিয়ে জনস্বার্থ মামলায় এমনটাই রায় দিল হাইকোর্ট। মামলায় বিচারপতির বেঞ্চ জানিয়েছে, রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে সচেতনতা অভিযান চালাতে হবে প্রশাসনকে। ভীড় এড়াতে প্রত্যেক পুজো কমিটি গুলিকে ভার্চুয়াল কভারেজ করতে বলা হয়েছে। ছোট প্যান্ডেলের ক্ষেত্রে ৫ মিটার দূরত্ব ও বড় প্যান্ডেলের ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব রাখতে হবে। মন্ডপে NO ENTRY লিখে দিতে হবে। পুজোর প্রয়োজনে ১৫ থেকে ২০ জন সেই ব্যারিকেডে ঢুকতে পারে। তবে সেক্ষেত্রে একটি লিস্ট করে সেই ব্যাক্তিদের নাম লিখে রাখতে হবে। যাতে তারা ছাড়া আর কেও সেই ব্যারিকেডে প্রবেশ না করতে পারে। পুজোয় স্বাস্থ্যবিধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল চিকিৎসকমহল। এরপরই রাজ্যে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়। শুনানিতে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা। পুজোয় ভিড় নিয়ন্ত্রণের জন্য গাইডলাইন তৈরিতেও মুখ্য এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশ কতটা মানা হলো তা নিয়ে পুজোর পর আদালতের কাছে হলফনামা দিতে হবে প্রশাসনকে।