স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

নিউজ ডেস্ক, রায়গঞ্জ ১১ই সেপ্টেম্বর :   সময় মতো ভাত না পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামী কে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সুজন সরকার। সম্প্রতি স্ত্রীকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

মৃত ঐ গৃহবধূর নাম কামনা সরকার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলো রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে মালদা জেলায় এক আত্মীয়র বাড়ি থেকে

সুজন কে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ৪৯৮ এ, ৩০২, ৩২৩ ও ৩৪ আই পি সি ধারায় মামলা রুজু করে পুলিশ। এদিন সুজন সরকারকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

Next Post

বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনায় চার্জশীট পেশ সি আই ডি-র

Sat Sep 12 , 2020
নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ১২ই সেপ্টেম্বর :  হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুর ঘটনায় দুমাসের মধ্যেই আদালতে চার্জশীট পেশ করলো সি আই ডি (CID)। শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতের বিচারক আদিত্য গুঞ্জনের কাছে ৬৯৩ পাতার চার্জশীট জমা দিয়েছে তদন্তকারী এই সংস্থা। সূত্রের খবর বিধায়কের রহস্যমৃত্যুর মামলায় ধৃত মাবুদ আলি ও নিলয় সিংহের […]

আপনার পছন্দের সংবাদ