নিউজ ডেস্ক, রায়গঞ্জ ১১ই সেপ্টেম্বর : সময় মতো ভাত না পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামী কে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সুজন সরকার। সম্প্রতি স্ত্রীকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
মৃত ঐ গৃহবধূর নাম কামনা সরকার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিলো রায়গঞ্জ ব্লকের নোয়াপাড়া এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে মালদা জেলায় এক আত্মীয়র বাড়ি থেকে
সুজন কে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ৪৯৮ এ, ৩০২, ৩২৩ ও ৩৪ আই পি সি ধারায় মামলা রুজু করে পুলিশ। এদিন সুজন সরকারকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।