
হেমতাবাদ, ২০ জুন : রাজ্যসরকারের উদ্যোগে গ্রামে গ্রামে তৈরি হয়েছে সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। এরফলে যেমন পরিবেশে দূষণ রোধ হচ্ছে তেমনই বাড়ছে কর্মসংস্থান৷ এবারে পরিবেশ দূষণ রোধে এবং SLWM ইউনিটকে অর্থনৈতিক ভাবে চাঙ্গা করতে উদ্যোগী হল হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত।
উল্লেখ্য, হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা, যার জেরে ছড়াচ্ছে দূষণ এবং বাড়ছে রোগের আশঙ্কা। এই সমস্যা সমাধানে এবারে এগিয়ে এলো হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত। এবার থেকে নোংরা আবর্জনা সংগ্রহের গাড়ী পৌঁছে যাবে দোকান পাট ও গৃহস্থ বাড়ির দোরগোড়ায়। যা সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। এই আবর্জনা সংগ্রহের পর সংগ্রহকারীকে দিতে হবে সামান্য কিছু অর্থ। এতে করে যেমন পরিবেশ দূষণ রোধ হবে পাশাপাশি স্বনির্ভর দলের মহিলাদের কর্মসংস্থান হয়ে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে বলে আশাবাদী হেমতাবাদ ব্লক বিডিও লক্ষ্মীকান্ত রায়। এই বিষয়ে ইতিমধ্যে হেমতাবাদের বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচার করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।
