নিউজ ডেস্ক, ৮ সেপ্টেম্বর : ফের ভারতের পিঠে পেছন থেকে ছুরি মারার চেষ্টা চিন সেনা বাহিনীর৷ কাঁধে অটোম্যাটিক রাইফেল আর হাতে ধারালো বল্লম নিয়ে সোমবার লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার পোস্টে হানা দেয় একদল চিনা সেনা বাহিনী। ঘটনায় ভারতীয় জওয়ানরা সজাগ থাকায় পাল্টা রুখে দাঁড়ানোয় সেখান থেকে পিছু হঠে তারা।
বিশেষ সূত্রে জানা গেছে পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণ পারে রেচিন লা-রেজাং লা-মুখপারি ও মগর হিলের মধ্যে ভারতীয় সেনা বাহিনীর একটি নজরদারি চালানোর ঘাঁটিতে হামলার পরিকল্পনা নিয়ে আচমকা হানা দেয় চিন সেনাবাহিনীর একটি দল। তাদের হাতে ছিল একটি করে ধারালো বল্লম৷ আর কাঁধে ছিল অটোমেটিক রাইফেল।
চিন সেনাদের ব্যবহৃত এই ধরনের অস্ত্রশস্ত্র দেখা যেত মধ্যযুগে৷ লালফৌজের সৈনিকদের নতুন করে হামলার চক্রান্ত পর্দাফাঁস হয়ে গিয়েছে।
এঘটনায় মনে করা হচ্ছে ফের একবার লাদাখ সীমান্ত রক্তাক্ত করার উদ্দেশ্যে তাদের এই পরিকল্পনা ও ভারতীয় পোস্টে এগিয়ে আসা। নিয়ন্ত্রণ রেখার কাছে এসে লালফৌজ গুলিও চালিয়েছে বলে অভিযোগ। কিন্তু ভারতীয় জওয়ানদের রণহুঙ্কার ও সতর্ক করে গুলি চালানোয় পিছু হঠতে বাধ্য হয় চিনারা।
উল্লেখ্য, এবছরের প্রথম থেকেই প্যাংগং হ্রদের উত্তর পারে আগ্রাসন চালিয়ে আসছিল চিনা বাহিনী। সম্প্রতি মস্কোয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে চিনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকেও সীমান্ত সমস্যার কোনও সমাধান পাওয়া যায়নি।