ডিজিটাল ডেস্ক : আর মাত্র কিছুদিনের অপেক্ষা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরূ হতে চলেছে ড্রিম ইলেভেন আই পি এল ২০২০ (Dream XI IPL 2020)। করোনা আবহে একাধিকবার নানা জটে আটকে ছিলো আই পি এল। বহু জট কাটিয়ে দেশের মাটিতে নয় সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে ১৯ শে সেপ্টেম্বর থেকে শুরূ হবে আই পি এল। তবে করোনা আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু দর্শকশূন্য মাঠে ম্যাচ ?
আয়োজক সংস্থা জানিয়েছে, করোনা আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হবে খেলার। পরিস্থিতি যদি পরবর্তীতে স্বাভাবিক হয় সেক্ষেত্রে সামান্য কিছু সংখ্যক দর্শক নিয়ে সামাজিক দূরত্ববিধি মেনে আয়োজন করা হবে খেলার। কিন্তু করোনা আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হলেও দর্শক এবং খেলোয়াড়দের জন্য রয়েছে নতুন চমক। মাঠে দর্শক আসন যাতে ফাঁকা না মনে হয় সেকারণে দর্শকদের কাট আউট থাকবে স্টেডিয়ামের গ্যালারি জুড়ে। শুধু তাই নয় করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দর্শকদের মনোরঞ্জনের জন্য কৃত্রিম দর্শক আওয়াজেরও ব্যবস্থা করা করেছে আয়োজকদের তরফে।
উল্লেখ্য, করোনা আবহে থমকে গিয়েছে সব কিছু। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহু জট কাটিয়ে শুরূ হবে আই পি এল। অন্যদিকে আই পি এলে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে যাওয়ার সময় থেকে করোনা সমস্যায় জর্জরিত ছিলো চেন্নাই শিবির। ঋতুরাজ গায়কোয়াড় (Rituraj Gaikwad), দীপক চাহার(Deepak Chahar) সহ ১৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ হয়। দলের বেশ কয়েকজনের রিপোর্ট করোনা পজিটিভ হওয়ায় নিজের সন্তানদের সুরক্ষার কথা ভেবে দেশে ফিরে আসেন রায়না। রায়নার পরে চেন্নাই শিবিরের আরো এক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) নিজের নাম ২০২০ আই পি এল(IPL) থেকে প্রত্যাহার করে নিয়েছেন। তবে ইতিমধ্যেই সকলের রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্বস্তির হাওয়া শিবিরে। আপাতত সব ভুলে অনুশীলনে যোগ দিয়েছে সি এস শিবিরের সকলে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানস এর অনুশীলনে ব্যাটিং ও বোলিং এ দেখা গেল বিরল চিত্র। প্রাকটিস সেশন এ ট্রেন্ট বোল্ট এর বিধ্বংসী বোলিং এ ভেঙে দু টুকরো হয়ে যায় স্ট্যাম্প, আবার রোহিত শর্মার সপাটে শটে বল চলে যায় স্টেডিয়ামের বাইরে। অপরদিকে সি পি এল(CPL) শেষে রবিবার সকালে আরব আমিরশাহির মাটিতে পৌঁছে গিয়েছে সুনীল নারাইন ও রাসেল।
সদ্য সমাপ্ত সি পি এলেও দর্শকশূন্য মাঠে হয়েছে খেলা। দর্শকদের মনোরঞ্জনের জন্য দর্শকদের কাট আউট রাখা হয় স্টেডিয়ামের গ্যালারি জুড়ে। এমনকি দর্শকদের মনোরঞ্জনের জন্য কৃত্রিম দর্শক আওয়াজেরও ব্যবস্থা করা হয়েছিলো আয়োজকদের তরফে। সে কারণে সেই ধারাই আই পি এলে বজায় রাখতে চায় আয়োজক কর্তিপক্ষ। সেভাবেই সাজিয়ে তোলা হচ্ছে সম্পূর্ণ গ্যালারি।