নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৩ জানুয়ারী : চাঁচলের জালালপুরে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।রবিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃতরা হল, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ মোস্তফা, আবু সামাদ, সাদিকুল ও আমানত। এদের প্রত্যেকের বাড়ি চাচল 2 ব্লকের জালালপুর এবং গোয়ালপাড়া এলাকায়।
উল্লেখ, বছরের শেষ দিনে ৩১শে ডিসেম্বর বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে চাচোলের জালালপুর এলাকা। বিস্ফোরণে গুরুতর আহত হন এক মহিলা। বিস্ফোরণের পর ঘটনার তদন্তে নেমে এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাতে এক চাঞ্চল্যকর ছবি দেখা যায় এলাকাজুড়ে। এলাকার এক হাতুড়ে ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার হয় ৭টি জার ভর্তি তাজা বোমা।তাতে প্রায় ২০০’র বেশি বোমা ছিল বলে অনুমান পুলিশী তদন্তে।সেই ঘটনার রেশ না মিলতেই গত শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় সর্ষেক্ষেত থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা। তৎক্ষণাৎ মালদা থেকে বম্ব স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। গোপনসুত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে জালালপুর এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হলে মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ মোস্তফাকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। বাকি তিনজনকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন চাচোল মহকুমা আদালতের বিচারক।