ইটাহার , ১২ সেপ্টেম্বর : প্রতিবছর বর্ষাকালে আমন ধানের চাষ করে আশানুরূপ সাফল্য পান কৃষকেরা। তবে এবছর আমন ধান চাষ করে রীতিমতো ক্ষতির সম্মুখীন হবার আশঙ্কা করছেন তারা। উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকার কৃষকেরা বর্তমানে ব্যস্ত উন্নতমানের আমন ধান চাষে।
তবে ধানের শীষ বের হবার আগেই ধান গাছের পাতা হলুদ ও লাল রঙ ধারণ করছে বলে জানান কৃষকেরা। ফলে আগামীতে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা করছেন তারা। কৃষকেরা জানান, ব্লকের বিস্তৃর্ণ এলাকার বিঘার পর বিঘা জমির ধান গাছে এই মহামারী দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে বিভিন্ন ধরণের কীটনাশক স্প্রে করেও লাভের লাভ কিছু হচ্ছে না, ফলে বর্তমানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ইটাহার ব্লকের চাষীরা। অন্যদিকে এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার আধিকারিক দিপেন্দু রায় বলেন, মূলত ব্যাক্টেরিয়াজনিত কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। তবে এই সমস্যা সমাধানে কৃষি দপ্তরের তরফে কৃষকদের পূর্ণ সহযোগিতা করা হবে বলে এদিন জানান কৃষি দপ্তর আধিকারিক।