বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১, গুরুতর জখম ৪

কালিয়াগঞ্জ, ২৭ সেপ্টেম্বর : জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় তাঁকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বৈদল গ্রামে।

জানা গিয়েছে মৃতের নাম মহম্মদ আফাজউদ্দীন। তার বাড়ি ওই এলাকাতেই। শনিবার বিকেলে জমিতে কাজ করতে গিয়েছিলেন তিনি। সেসময় জমিতে ছিঁড়ে পড়ে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে বাঁচাতে গেলে বেশকয়েকজন তড়িদাহত হন। তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে মহম্মদ আফাজউদ্দীনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও বাকী আহতদের চিকিৎসা চলছে হাসপাতালেই। প্রতিবেশি সাবির হুসেন জানিয়েছেন, জমিতে কাজ করতে গেলে এই বিপত্তি ঘটে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। লক্ষ্য করেনি। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। আহত হয়েছে মৃতের মেয়ে, পুত্রবধূ, শ্যালিকা ছাড়াও এক প্রতিবেশি।’ এদিকে মর্মান্তিক ঘটনার খবর পাওয়া মাত্রই আহতদের দেখতে হাসপাতালে আসেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য সহ অন্যান্য নেতাকর্মীরা। হাসপাতাল থেকে গভীর রাতে বৈদল গ্রামে মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তাঁরা।

Next Post

শ্যুট আউটের ঘটনায় জয়শ্রী দাস নামে এক মহিলাকে গ্রেপ্তার

Tue Sep 28 , 2021
রায়গঞ্জ, ২৪ সেপ্টেম্বর :  সোমবার রাতে রায়গঞ্জের দেবীনগরের সুকান্ত মোড়ে একটি বাইকে চেপে দুষ্কৃতিরা এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে লুটিয়ে পড়েন স্থানীয় বাসিন্দা সুজয় কৃষ্ণ মজুমদার ও তার দুই বোন দেবী সান্যাল ও রুপা অধিকারী। টোটোতে করে তিনজনকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা দেবী […]

আপনার পছন্দের সংবাদ