মানিকচক, ১২ নভেম্বর : আমবাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত নাজিরপুর অঞ্চলের ভেষপাড়া এলাকায়। এঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। মানিকচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম কৈলাস ঘোষ। সে স্থানীয় নাজিরপুর অঞ্চলের ভেষপাড়া এলাকার বাসিন্দা। দিনমজুরির কাজ করতেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও আর বাড়ি ফেরে নি সে। এরপর কোন খোঁজ ছিল না তার। শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি আমবাগানে তার মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের দাবি, এক মহিলার সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ হতো ওই ব্যক্তির। তার সাথে পরকীয়া সম্পর্কে যুক্ত ছিল বলে অনুমান পরিবারের সদস্যদের। আর সেই সম্পর্কের জেরে খুন বলে দাবি পরিবারের। দেহের মুখে আঘাত রয়েছে বলে জানিয়েছে পরিবারের লোকেরা। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে মানিকচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।