নিউজ ডেস্ক , ১৫ এপ্রিল : নতুন করে থাবা বসিয়েছে করোনা। আইপিএল শুরুর আগেই করোনা আতঙ্ক গ্রাস করেছিল, এবার করোনা থাবা বসালো দিল্লি ক্যাপিটালসএ। এবারে অক্ষর প্যাটেলের পর করোনা সংক্রমিত হলেন এনরিক নর্টজে।
পাকিস্তানের বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচ খেলে তিনি যোগ দিয়েছিলেন আইপিএলে। দিল্লিতে আসার পর দক্ষিণ আফ্রিকান পেস বোলার নিয়মমতো করোনা পরীক্ষা করেছিলেন। তাতে রিপোর্ট নেগেটিভ এসেছিল তার, কিন্তু নতুন করে কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে তার। আইপিএলের নিয়ম মতো তাকে টিমের বাইরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১০ দিন পর ফের করোনা পরীক্ষা হবে তার। ওই রিপোর্ট নেগেটিভ এলেই টিমের সাথে যোগ দিতে পারবেন তিনি। পাশাপাশি খুবই খারাপ অবস্থা মুম্বাই এর। এই অবস্থায় আইপিএলের অন্যতম ভেন্যু মুম্বাইয়ে খুব একটা নিরাপদ নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও তা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। আইপিএল শুরুর আগে দিল্লি ক্যাপিটালস বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর এবারে করোনায় আক্রান্ত হলেন সে দলের খেলোয়াড় এনরিক নর্টজে। এই পরিস্থিতিতে কোন পথে হাঁটতে চলেছে দিল্লি ক্যাপিটালস তা এখনো স্পষ্ট নয়। তবুও লিগের খেলা যতই এগিয়ে চলেছে ততোই তীব্রতর হচ্ছে করোনার থাবা।