জলমগ্ন পঞ্চায়েত দপ্তর, বিপাকে পঞ্চায়েত দপ্তরের কর্মী থেকে সাধারণ মানুষেরা

নিউজ ডেস্ক, কালিয়াগঞ্জ, ২৪ সেপ্টেম্বর :   দীর্ঘ বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কালিয়াগঞ্জ অনন্তপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়। নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পঞ্চায়েত দপ্তরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়ছেন পঞ্চায়েত দফতরে আসা মানুষেরা। এমনকি পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্রে জল ঢুকে পড়ায় জীবনদায়ী ওষুধ নষ্ট হবার উপক্রম।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকাটির জমি নীচু হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তার জল ঢুকে পড়ে পঞ্চায়েত দফতরে। এমনকি পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্রের জল জমায় চরম সমস্যায় পড়েন স্বাস্থ্যকেন্দ্রে আসা সকলেই। স্বাস্থ্যকেন্দ্রের দুর্গন্ধময় জল ঘরে ঢুকে যাওয়ায় রোগীরা বিপাকে পড়েন। জল না নামা পর্যন্ত বাইরে থাকতে সকলকে। দপ্তরে আসা মানুষদের দাবি, নীচু জায়গায় এই পঞ্চায়েত দপ্তরটি অবস্থিত। এলাকার জল পঞ্চায়েত দপ্তরে এসে জমে যাওয়াতেই এই বিপত্তি। স্বাস্থ্যকেন্দ্রে আসা এক ব্যক্তি বলেন,

“পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারবাবুর কাছে এসেছিলাম। এসে দেখি স্বাস্থ্যকেন্দ্র পুরোপুরি জলমগ্ন। দীর্ঘদিন ধরেই জল জমে থাকে এখানে। এলাকায় কোন জল নিকাশির ব্যবস্থা নেই। শুধু স্বাস্থ্যকেন্দ্রেই নয় পঞ্চায়েতের গোডাউন ঘর, অফিস স্টাফদের ঘর থেকে বিভিন্ন ঘর জলমগ্ন। নীচু জায়গায় এই পঞ্চায়েত দপ্তরটি অবস্থিত। এলাকার জল পঞ্চায়েত দপ্তরে এসে জমে যাওয়াতেই এই বিপত্তি ঘটেছে।” এবিষয়ে অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আদুরী সরকার বলেন, খুব শীঘ্রই সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। অবিলম্বে জল নিষ্কাশনের দাবি জানিয়েছেন পঞ্চায়েত দপ্তরে আসা মানুষেরা।

নিজস্ব চিত্র, কালিয়াগঞ্জ

Next Post

বিস্ফোরণ মামলায় এন-আই-এর জালে মালদার যুবক

Thu Sep 24 , 2020
নিউজ ডেস্ক, মালদা, ২৪ সেপ্টেম্বর :  পুরোনো বিস্ফোরণ মামলায় জাতীয় তদন্তকারী সংস্থার জালে(এন-আই-এ) ধরা পড়ল ঝাড়খন্ড সীমানা লাগুয়া মালদহের ভুতনি এলাকার এক যুবক। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে যায় এনআইএ (NIA)।  এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে মানিকচক তথা মালদহ জেলা জুড়েই।  জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সিদ্ধার্থ মণ্ডল, বাড়ি […]

আপনার পছন্দের সংবাদ