নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ২৫ সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি বিলের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন দেশের কৃষকরা। এই কৃষি বিল কার্যকর হলে শুধু কৃষকের সর্বনাশ হবে তা নয়, সমগ্র কৃষি ব্যবস্থার নিয়ন্ত্রণ চলে যেতে পারে পুঁজিপতিদের হাতে। এই আশঙ্কাকে ঘিরেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কৃষক বিক্ষোভ। ইতিমধ্যেই এই কৃষি বিলের বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী হরসিমরত কৌর বাদল।
এবারে কৃষি বিলের তীব্র বিরোধীতা করে আন্দোলনে নামল কংগ্রেস ও সিপিআইএম৷ শুক্রবার সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুরেও বনধ পালন করে কংগ্রেস প্রভাবিত কিষাণ কংগ্রেস কমিটি এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন৷ এদিন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে রাস্তায় নামেন যৌথ সংগঠনের সদস্যরা৷ ঘাড়ে লাঙল নিয়ে ও ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন কৃষকরা।
বৃষ্টি মাথায় নিয়ে রায়গঞ্জের রুপাহারে কংগ্রেস ও সিপিআইএমের কৃষক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের পাশাপাশি পথ অবরোধ করা হয়। সিপিআইমের জেলা সম্পাদক অপূর্ব পাল, জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন৷ অবিলম্বে কৃষক বিরোধী এই কৃষি বিল বাতিল না হলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা৷