নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১৭ নভেম্বর : গ্রামের মঙ্গল কামনায় সোমবার সন্ধ্যায় ইটাহার ব্লকের পালপাড়া ভদ্রশিলা এলাকায় কার্তিক পুজোর আয়োজন করে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পাল। নিয়ম নিষ্ঠার সাথে ধুমধাম করে পুজোর আয়োজন করা হয় পালপাড়া ভদ্রশিলা গ্রামে। পুজোকে ঘিরে মন্ডপ প্রাঙ্গণে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
পাশাপাশি পুজো উপলক্ষে এলাকার দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন গৌতম বাবু বলেন, কার্তিক পুজো উপলক্ষে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ধুমধাম করে প্রতিবছরই কার্তিক পুজো করা হয় এখানে। প্রতিবছরই পুজো উপলক্ষে এমন কর্মসূচি নিয়ে থাকেন উদ্যোক্তারা। পাশাপাশি পুজো উপলক্ষে সাধারণ মানুষকে সহয়তা জানিয়েছেন গৌতমবাবু। এদিনের কর্মসূচিতে গৌতম পাল ছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল, ধনঞ্জয় পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, কালিপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ইটাহারে। সোমবার সন্ধ্যায় ইটাহার থানার চুড়ামন নেতাজী সুভাষ ক্লাবের উদ্যোগে পূজা মন্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার কচি কাচারা নাচ, গান কবিতা, আবৃত্তিতে অংশগ্রহন করে। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে প্রতিবছরের মতো এবারও এলাকার দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ক্লাবের উদ্যোগে। এদিনের কর্মসূচিতে ক্লাবের সম্পাদক সুভাশিষ সরকার, সভাপতি বিশ্বজিৎ সরকার, উদয় অধিকারী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।