নিউজ ডেস্ক , ২৩শে আগস্ট বুধবার : অপেক্ষার প্রহর শেষে অবশেষে সফলতা। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিন মেরুতে পা রাখলো ভারতের তৈরী চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। চাঁদে বিক্রমের পা রাখার সময় আগেই নির্ধারন করেছিল ইসরো। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষন। বিক্রমের সফল অবতরনে খুশীর আবহ ইসরোয়।উচ্ছ্বসিত গোটা দেশ। বিস্ময়ে গোটা বিশ্ব।
চাঁদের দক্ষিন মেরুর দখল এখন ভারতের হাতে। গোটা বিশ্ব স্বাগত জানিয়েছে ভারতের কৃতিত্বকে। বুধবার এল সেই মাহেন্দ্রক্ষন। বিক্রম সফলভাবে চাঁদের দক্ষিন মেরুতে অবতরন করতেই খুশীর অশ্রু ঝরে পরে ইসরোর মহাকাশবিজ্ঞানীদের চোখ দিয়ে। অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর।প্রত্যাশা পূর্ন করে চাঁদের দক্ষিন মেরুতে পা রাখলো ভারতের চন্দ্রযান ৩। উৎকন্ঠার প্রহর শেষ করে ইতিহাস রচনা করেলেন ইসরোর বিজ্ঞানীরা। চাঁদে সফলভাবে পা রখলো ল্যান্ডার বিক্রম। গোটা বিশ্ব সাক্ষী থাকলো সেই বিরল ঐতিহাসিক মূহূর্তের। চন্দ্রযান ৩ এর চাঁদের স্পর্শের মূহূর্তটিকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল ইসরো।
অবাক রাস্তা! যাতায়াতে বদলাতে হয় পোষাক
নির্ধারিত সময় চাঁদের মাটি স্পর্শ করলো ল্যান্ডার বিক্রম।চন্দ্রযান ২ এর ভুল থেকে শিক্ষা নিয়ে চন্দ্রযান ৩ এর অবতরন নিয়ে সতর্ক ছিলেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপন হয়েছিল চন্দ্রযান ৩ এর। ৫ আগষ্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল চন্দ্রযান ৩। ১৯ আগষ্ট মূল যান থেকে বিচ্ছিন্ন হয়ে চন্দ্রপৃষ্ঠের দিকে রওনা দিয়েছিল ল্যান্ডার বিক্রম।সোমবার মহাশুন্যে ল্যান্ডার বিক্রমকে অভ্যর্থনা জানিয়েছিল চন্দ্রযান ২ এর অরবিটার। যাত্রা পথের বেশ কিছু ছবি পাঠিয়েছিল চন্দ্রযান ৩। এবার চাঁদের দক্ষিনমেরুতে সফল অবতরন ল্যান্ডার বিক্রমের।কিন্তু চাঁদের দক্ষিনমেরু কেন সব দেশের পছন্দের।কারন হিসাবে উঠে এসেছে। চাঁদের দক্ষিন মেরুতে চান্দ্র বরফের উপস্থিতি।যা ভবিষ্যতে চাঁদে বসবাসের ক্ষেত্রে নিতে পারে গুরুত্বপূর্ন ভুমিকা।
এই অঞ্চলে খননকার্য বা মঙ্গল অভিযানের রূপরেখাও তৈরী করে দিতে পারে।চাঁদের ছায়চ্ছন্ন গহ্বরগুলিতে জলের অস্তিত্বের প্রমান মিলেছিল আগেই। আর জল মিললে তা পানীয় জলের অভাব যেমন দূর করতে পারে তেমনই জলকে ভেঙে জ্বালানি হাইড্রোজেন এবং নিশ্বাসের প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন করা যাবে। ফলে ভবিষ্যতে মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠতে পারে চাঁদ। আর তাই চাঁদের দক্ষিন মেরুই বেশী পছন্দ মহাকাশ বিজ্ঞানীদের কাছে। আর সেই নিরিখে ভারতই প্রথম দেশ যে দেশ চাঁদের দক্ষিন মেরুতে প্রথম পদার্পন করলো।যে কৃতিত্ব অর্জন করলো ভারতের মহাকাশ গবেষনা কেন্দ্র ইসরো।