
নিউজ ডেস্ক, ২১ জুন : ফের ভাঙন পদ্ম শিবিরে। এবারে আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিলেন তৃণমূলে। তাঁর সঙ্গে যোগ দিলেন ওই জেলারই আরও ৮ বিজেপি নেতা। সোমবার তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন মুকুল রায় এবং ব্রাত্য বসু।
এই ঘটনার পর এবারের বিধানসভা নির্বাচনেও বেশ ভালো ফল করা আলিপুরদুয়ারে বিজেপির চরম ক্ষতি হল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর দলবদল করে গঙ্গাপ্রসাদ নিশানা করেছেন বিজেপি নেতৃত্বকেই। তৃণমূলে যোগ দিয়ে গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, নির্বাচনের আগে থেকেই বিজেপিতে ভাঙন শুরু হয়েছিল। জেলাকে গুরুত্ব দেওয়া হয়নি। জেলাকে না জানিয়ে দিল্লি গিয়ে সব যোগদান করে এসেছে। গঙ্গাপ্রসাদের কথায়, “ভোটের আগে বিজেপি ছাড়িনি। ভাল ফল দিয়েছি। তারপর যোগদান করলাম।”উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের হাত থেকে আলিপুরদুয়ার আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। বিধানসভা ভোটে জেলার ৫টি বিধানসভার সবকটিই বিজেপির দখলে। পর্যবেক্ষক মহলের একাংশের মতে, ২০১৫ থেকে জেলা বিজেপির সভাপতির দায়িত্ব সামলানো গঙ্গাপ্রসাদ শর্মার মতো দক্ষ সংগঠকের দলত্যাগ নিঃসন্দেহে বিজেপির কাছে বড় ধাক্কা।
