নিউজ ডেস্ক, ১৩ এপ্রিল : শীতলকুচি কান্ডের পরিপ্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জেরে কোনওরকম শোকজ ছাড়াই বিজেপি নেতা রাহুল সিনহাকে ব্যান করল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশে ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হল তাঁর প্রচারে। যা একপ্রকার নজিরবিহীন ঘটনায় এবারের নির্বাচনে। আগামী ৪৮ ঘণ্টা কোনওরকম নির্বাচনী প্রচার, মিছিল, সভা করতে পারবেন না প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। মঙ্গলবার বেলা ১২টা থেকে বৃহস্পতিবার অর্থাৎ ১৫ এপ্রিল পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা জারি থাকবে।উল্লেখ্য, রাহুল সিনহা বলেন, “শীতলকুচিতে ৪ জনের বদলে ৮ জনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর। কেন কেন্দ্রীয় বাহিনী ৪ জনকে মারল, তার জন্য বরং শো কজ করা উচিত তাদের।” এই মন্তব্যের জেরেই হাবড়া বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।