নিউজ ডেস্ক , ৭ সেপ্টেম্বর : ৪০ হাজার টাকা করে বাড়ল বিধায়ক মন্ত্রীদের বেতন, বিধানসভায় ঘোষনা মুখ্যমন্ত্রীর। এতদিন বিধায়করা বেতন ও ভাতা মিলিয়ে পেতেন ৮১ হাজার টাকা। এবারে তা বেড়ে হলো ১ লক্ষ ২১ হাজার টাকা।
প্রতিমন্ত্রীরা এতদিন বেতন ও ভাতা হিসাবে পেতেন ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। প্রতিমন্ত্রীরা এখন বেতন ও ভাতা মিলিয়ে পাবেন ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। পূর্ন মন্ত্রীরা এতদিন বেতন ও ভাতা মিলিয়ে পেতেন ১ লক্ষ ১১ হাজার টাকা। এবারে তা বেড়ে হলো ১ লক্ষ ৫১ হাজার টাকা। বিধানসভায় বেতন বৃদ্ধির কথা ঘোষনা করতেই খুশীর হাওয়া বিধানসভায়। দেশের মধ্যে এরাজ্যের বিধায়করাই এতদিন কম পেতেন পেতেন। সবদিক পর্যবেক্ষন করে বেতন বৃদ্ধির ঘোষনা। বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে নিজের বেতনে কোনও পরিবর্তন ঘটান নি মুখ্যমন্ত্রী।