নিউজ ডেস্ক, চোপড়া, ১৬ সেপ্টেম্বর : কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকা। এলাকায় দু’পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও একাধিক দোকান ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ফলে এলাকায় বন্ধ হয়ে রয়েছে দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। বর্তমানে এলাকা শান্তিপূর্ণ রাখতে পুলিশি টহলদারি চলছে এলাকাতে।
মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাতে। এলাকায় ব্যাপক বোমাবাজি ও বেশকিছু দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজি এবং দোকান ভাঙচুর অভিযোগ এনেছে। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান অভিযোগ করেছেন, লক্ষ্মীপুরে এলাকায় মঙ্গলবার রাতে বুথ কমিটির সভা ছিল। সেই উদ্দেশ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়েছিল। সেই সময় পরিকল্পনা করে তাদের উপর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায়।
বোমাবাজি ও দোকান ভাঙচুর করে চম্পট দেয় তারা৷ এদিকে তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেস নেতৃত্বের অভিযোগ মঙ্গলবার রাতে তারা ইসলামপুর থেকে লক্ষীপুরে ফেরার সময় তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা তাদের লক্ষ্য করে বোমাবাজি চালায়। ঘটনায় লক্ষীপুর বাজার এলাকায় উত্তেজনা রয়েছে বুধবার সকাল থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও সংঘর্ষের ঘটনার পর থেকে বুধবার লক্ষ্মীপুরে বাজার সম্পূর্ণ বন্ধ ছিল। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে৷