নিউজ ডেস্ক , ২০ জানুয়ারী : করনদিঘী ব্লকের লাহুতারা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের সাবধান এলাকার মেহেন্দাবাড়ি গ্রামের বাসিন্দা রুস্তম আলি। রুস্তম আলি করনদিঘী ব্লকের লাহুতারা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের তৃনমুল কংগ্রেসের অঞ্চল সভাপতি।
বাবা মোগবুল হাজি বেশ কয়েক বছর আগে মারা যাওয়ার পর থেকেই তার মা ফুজলাতুন বেওয়ার নামে জমি হাতিয়ে নেওয়ার জন্য মা’কে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করার পাশাপাশি মাকে মারধোর করতো বলে অভিযোগ ছেলে তথা তৃনমূল অঞ্চল সভাপতি রুস্তম আলি। অসহায় মা ফুজলাতুন বেওয়ার কাছ থেকে জমিটি হাতিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। নিজের বাড়ি থেকেই সন্তানের কাছে অত্যাচারিত হয়ে মা ফুজলাতুন বেওয়া পাশের গ্রাম মাছমারিতে তার মেজো মেয়ে মানুয়ারা বিবির কাছে গিয়ে থাকে।
প্রায় আড়াই বছর ধরে ওই মেয়ের কাছেই থাকছেন মা ফুজলাতুন বেওয়া। মা ফুজলাতুন বেওয়া জানিয়েছেন, ছেলে রুস্তম আলি আমাকে খেতে দিত না, মারধর করতো জমির মালিকানা লিখিয়ে নেওয়ার জন্য। আমাকে মারধরের বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে করনদিঘী থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আমি করনদিঘী থানায় অনেকবার দরবার করার পরেও কোনও সুরাহা হয়নি। আমি ছেলের উপযুক্ত শাস্তি চাই, আর আমি যেন আমার স্বামীর ভিটায় ফিরে গিয়ে ভালোভাবে থাকতে পারি সেটাই সবার কাছে অনুরোধ করছি।
অপরদিকে ফুজলাতুন বেওয়া মেজো মেয়ে মানুয়ারা বিবি জানিয়েছেন, ভাই রুস্তম আলি জমির জন্য মাকে মারধর করতো। পরে মার কাছ থেকে জমি হাতিয়ে নিয়ে মাকে বাড়ির থেকে বের করে দেয় ভাই রুস্তম আলি। ভাইয়ের শাস্তির দাবী করছি। এদিকে এই অমানবিক অভিযোগ যে ছেলে বা তৃনমুল কংগ্রেসের অঞ্চল সভাপতি রুস্তম আলি জানিয়েছেন, আমার উপরে যে অভিযোগ উঠেছে পুরোটাই ভিত্তিহীন। আমি মাকে মারধর করে বের করিনি। বাবা-মা দুজনে মিলে বোনদের নামে জমি লিখে দিয়েছে। আমি আর আমার ছেলে মাকে অনেকবার আনতে গিয়েছিলাম মা আমার সাথে আসেনি।