নিউজ ডেস্ক , হরিশ্চন্দ্রপুরের , ১৯ সেপ্টেম্বর : বোর্ড টাঙ্গানোর ছয় মাস কেটে গেলেও শুরু হয়নি বেহাল রাস্তার সংস্কারের কাজ। ফলে ক্ষোভ ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর এলাকার বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীদের অভিযোগ, গ্রামে চলাচলের মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে।
বহুদিন ধরে পঞ্চায়েত কতৃপক্ষের কাছে আর্জি জানানোয় রাস্তা নির্মাণের জন্য ডিসপ্লে বোর্ড বসানো হয়।কিন্তু বোর্ড বসানোর সাত মাস কেটে গেলেও কোন কাজ না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। ইসাদপুর এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার অমল চন্দ্র সাহা জানান, এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কোথায় রাস্তার সংস্কার কিংবা নতুন রাস্তার প্রয়োজন তা সার্ভে করে পঞ্চায়েতে জমা দেওয়া হয়েছে। পঞ্চায়েত থেকে তার কাজও শুরু হয়েছে। কিন্তু কাজে দেরি করার দায় সমস্তটাই ঠিকাদারের জন্য। তবু কাজগুলো তাড়াতাড়ি সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
যদিও ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমান বিহারী বসাক জানান, চলতি অর্থবর্ষে এই গ্রাম পঞ্চায়েতের প্রায় 40 টা মতো রাস্তার কাজ হবে। তার মধ্যে বেশিরভাগই টেন্ডার ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। বর্তমানে এনআরইজিইএসের নিয়ম অনুযায়ী অর্ডার বের হওয়ার সঙ্গে সঙ্গে ডিসপ্লে বোর্ড এলাকায় লাগাতে হয়। প্রযুক্তিগত সমস্যার জন্য কাজ শুরু হতে দেরি হচ্ছে বলে জানান বিহারীবাবু ।