নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১২ অক্টোবর : পেনশনের ব্যবস্থা, নিরাপত্তা সুনিশ্চিত করা সহ ১২ দফা দাবির ভিত্তিতে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরে ডেপুটেশন দিল আশা কর্মীরা। সোমবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ইটাহার ব্লক কমিটির পক্ষ থেকে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক মনুগোড়া ফেবরিট এক্কার কাছে এই ডেপুটেশন সহ স্মারকলিপি প্রদান করেন ইটাহার ব্লকের বেশ কিছু আশাকর্মী।
সোমবার ইটাহার চৌরাস্তা মোড় এলাকা থেকে মিছিল করে এসে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান তারা। এরপর ব্লক স্বাস্থ্য আধিকারিক মনুগোড়া ফেবরিট এক্কার হাতে তাদের বিভিন্ন দাবি দাওয়া সমন্বিত স্মারকলিপি তুলে দেন। সংগঠনের সদস্যারা জানিয়েছেন, মূলত আশা কর্মীদের স্বাস্থ্য কর্মীর মর্যাদা দেওয়া, নূনতম বেতন ২১ হাজার টাকা করা, সমস্ত বকেয়া টাকা ফেরৎ, আশা কর্মীদের পেনশনের ব্যবস্থা, নিরাপত্তার সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে আজকের এই আন্দোলন কর্মসূচি। এই ১২ দফা দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দেন আশা কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মাধবীলতা পাল, মনসুরা খাতুন, দুলালী সোরেন, অর্চনা রায়, তনিজা খাতুন সহ অন্যান্যরা।