আরসিটিভি সংবাদ : আবারো ভর সন্ধ্যায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা রায়গঞ্জ শহরে। রবিবার ঘটনাটি ঘটে রায়গঞ্জের চন্ডীতলায়। ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে আংটি নিয়ে পালানোর চেষ্টা করে এক দুস্কৃতী। দোকান মালিক প্রদীপ কুমার শীল জানান
আরও পড়ুন-বিরল প্রজাতির রাজ হাঁসের আগমন ঘিরে উৎসাহিত সাধারন মানুষ
এদিন সন্ধ্যায় এক যুবক স্কুটিতে চেপে দোকানে এসে সোনার মালা ও আংটি দেখাতে বলেন। দোকান মালিক তাকে সেসব অলঙ্কার দেখানোর সময় আচমকাই একটি সোনার আংটি নিয়ে পালানোর চেষ্টা করে ঐ যুবক। যদিও দোকান মালিক তৎপরতার সাথে স্কুটি সমেত তাকে ধরে ফেলেন। এরপর অভিযুক্ত পথচারি এক মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ততক্ষণে আশেপাশের মানুষজন এসে তাকে ধরে গনধোলাই শুরু করেন। জানা যায়, অভিযুক্তের নাম দ্বৈপায়ন দে। বাড়ি শহরের হাসপাতাল মোড়ে। অভিযোগ স্বীকার করে সে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। প্রসঙ্গতঃ দিন কয়েক আগে শহরের কুমারডাঙ্গীতে বাড়িতে দুঃসাহসীক ছিনতাই হয়। আর এবারে একেবারে প্রকাশ্যে সোনার দোকানে ছিনতাইবাজের তান্ডব। যাকে ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন শহরবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।