নিউজ ডেস্ক , ১৮ নভেম্বর : ছট উৎসবের আবহে মেতেছে আপামর মানুষ। বলা হয়, “ধর্ম যার যার, উৎসব সবার”। তাই ছট উৎসবে হিন্দুদের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদেরও।
ছট পুজো উপলক্ষ্যে হাতে নতুন চুড়ি পরার চল দীর্ঘদিনে। এই সময় মহিলারা পুরোনো চুড়ি খুলে নতুন চুড়ি পড়েন। যাকে সামনে রেখে প্রতিবছরই রায়গঞ্জ শহরের নেতাজী শান্তিক্লাব ময়দানে বসে চুড়ির বাজার। এখানে চুড়ির দোকান বসান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিম সম্প্রদায় ভুক্ত মানুষেরা। চলে চুড়ি বিনিকিনি। এই সময়ে চুড়ি বেঁচে যথেষ্ট লাভবান হন তারা। অঞ্জলি যাদব নামের এক ছট পুন্যার্থী জানান, প্রতি বছরই এই সময়ে চুড়ির বাজারে আসেন তারা। পুরোনো চুড়ি খুলে হাত ভরে পছন্দসই নতুন চুড়ি পরেন। এই নিয়ম চলে আসছে বহু বছর ধরে। এবারেও তাই চুড়ির বাজারে ভিড় করছেন সকলেই। অপরদিকে সাদ্দাম হোসেন নামের এক চুড়ি বিক্রেতা জানান, তিনি প্রতিবছরই করনদিঘী থেকে চুড়ির পসরা নিয়ে আসেন। বেচাকেনা বেশ ভালো হয়। এবারেও আশাবাদী তিনি।