নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৭ অক্টোবর : ২০১৯-র লোকসভা নির্বাচনে পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া এক ভোট কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মিনা। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে মৃত ভোট কর্মী আকালু রায়ের পরিবারের হাতে প্রায় ১৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন ২০১৯-র লোকসভা নির্বাচনে থার্ড পোলিং অফিসার হিসেবে করণদিঘি বিধানসভায় নিযুক্ত করা হয়েছিল আকালু রায়কে। তার বাড়ি গোয়ালপোখর দুই নম্বর ব্লকের সাহাপুর এলাকায়। কিন্তু রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চবিদ্যাচক্র থেকে ভোটের দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শেষে ছেলের সঙ্গে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ৯ ই এপ্রিল। সেই দিন করণদিঘির রসাখোয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ও ছেলে বিশ্বজিৎ রায়ের। এঘটনার পর ক্ষতিপূরণ বরাদ্দের ব্যাপারে দেশের জাতীয় নির্বাচন কমিশনের দফতরে আকালু রায়ের সমস্ত জরুরি নথিপত্র পাঠানো হয় জেলা শাসকের দফতর থেকে। প্রাত দেড় বছর পর দেশের জাতীয় নির্বাচন কমিশন থেকে ভোট কর্মী মারা গেলে যে আর্থিক ক্ষতিপূরণ মেলে তা মঞ্জুর করা হয় আকালু রায়ের ক্ষেত্রে।
প্রায় ১৫ লক্ষ টকার চেক এদিন মৃত আকালু রায়ের স্ত্রী কৃষ্ণাদেবী রায়ের হাতে তুলে দেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। তিনি বলেন, ২০১৯-র সাধারণ নির্বাচনে তৃতীয় ভোট কর্মী হিসেবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন করণদিঘি বিধানসভায় ভোটের কাজে নিযুক্ত করা হয়েছিল আকালু রায়কে। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনিং পর্ব চলাকালীন তার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মৃত ভোট পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের টাকা প্রদান করা হল চেকের মাধ্যমে।