নিউজ ডেস্ক , ০৬ নভেম্বর : ভারতে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছিল হোয়াটসঅ্যাপ। দরকারী মেসেজ আদানপ্রদান হোক কিংবা প্রিয়জনকে ছবি, ভিডিও পাঠানোর ক্ষেত্রে আট থেকে আশির প্রয়োজনের তালিকায় শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ নামক এই সমাজমাধ্যমটি। সতন্ত্রভাবে এই অ্যাপ পথচলা শুরু করলেও পরবর্তীকালে ফেসবুক তা অধিগ্রহণ করে।
সময়ের সাথে সাথে নানাভাবে নিত্যনতুন ফিচার যোগ করেছে এই অ্যাপ। বেশ কয়েকবছরে ভারতে ডিজিটাল লেনদেনের হার বেড়ে যাওয়ায় এবার সেই লড়াইয়ে ময়দানে সামিল হল হোয়াটসঅ্যাপও। তাদের নতুন সংযোজন হোয়াটসঅ্যাপ পে। উল্লেখ্য ২০১৮সাল থেকে ডিজিটাল পেমেন্টের বাজারে নামার চেষ্টা করছিল হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে গুগল পে, ফোন পে, পেটিএম-এর মত সংস্থা যথেষ্ট জনপ্রিয়তা পায়। প্রায় দু’বছর পরীক্ষা নিরীক্ষা চলার পর ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপকে ডিজিটাল লেনদেনের জন্য অনুমতি দেয়।এখনো অব্দি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, অ্যাক্সিস, এইচডিএফসি, জিও পেমেন্টস ব্যাঙ্ক এই পাঁচটি ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে।
কিভাবে ফোনে সেট করবেন হোয়াটসঅ্যাপ পে দেখে নিন –
• প্রথমে প্লেস্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট দিতে হবে
• অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডো খুলে, ডান দিকে উপরে যে তিনটে ডট থাকে সেখানে ক্লিক করলেই পেমেন্ট অপশন শো করবে।তাতে ক্লিক করতে হবে।
• পেমেন্ট উইন্ডো খুলে যাওয়ার পর, ‘অ্যাড নিউ পেমেন্টস’ অপশনটি ক্লিক করতে হবে।
• অ্যাকসেপ্ট’ এবং কন্টিনিউ টু প্রসিড ফারদার’-এ যেতে হবে।
• ‘অ্যাক্সেপ্ট’ অপশনের উপর ক্লিক করলে খুলবে এক নতুন উইন্ডো । তাতে হোয়াটসঅ্যাপের সঙ্গে থাকা অংশীদারিত্ব থাকা ব্যাঙ্কগুলোর তালিকা দেখা যাবে।
• তালিকা থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। তার পর নিজের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তবে নির্বাচিত ব্যাঙ্কের সঙ্গে ফোন নম্বর অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে।
• অ্যালাও অপশনের উপর ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাই করার অনুমতি দিতে হবে।
• ভেরিফাই হয়ে গেলেই মিলবে পেমেন্ট করার সুবিধা।
এতো গেলে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সেট করার পদ্ধতি, তবে কী ভাবে টাকা পাঠাবেন? জেনে নিন সেটিও
• যাঁকে টাকা পাঠাতে চান তাঁর ফোন নম্বর সিলেক্ট করুম। এবার চ্যাট উইন্ডোতে ক্লিপ আইকন ক্লিক করুন
• এরপর ‘রুপি আইকন’ এ ক্লিক করতে হবে
• এরপর লিখতে হবে টাকার পরিমাণ।
• এর পর ইউপিআই পিন নম্বর দিলেই করা যাবে লেনদেন
• কনফারমেশন মেসেজ না আসা পর্যন্ত চ্যাট উইন্ডো খুলে রাখতে হবে।